নাম : হুমায়ূন আহমেদ 

জন্ম : ১৩ - ১১ - ১৯৪৮

জন্ম স্থান : নেত্রকোনা , বাংলদেশ 

মৃত্যু : ১৯ - ০৭ - ২০১২

সমাধিস্থল : নূহাসপল্লি , গাজীপুর , বাংলদেশ 

ভাষা : বাংলা

পেশা : লেখক , পরিচালক , অধ্যাপক 

পুরস্কার : একুশে পদক , বাংলা একাডেমি পুরস্কার , বাংলা চলচ্চিত্র পুরস্কার 



সংক্ষিপ্ত জীবনী

হুমায়ূন আহমেদ ছিলেন লেখক , গীতিকার , পরিচালক এবং অধ্যাপক । হুমায়ূন আহমেদ ঢাকা কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন । তার প্রথম উপন্যাস ছিলো নন্দিত নরকে যা প্রকাশিত হয় ১৯৭২ সালে । ১৯৯৪ সালে তার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায় । তার চলচ্চিত্র গুলো ছিলো তার বই এর মতোই আসাধারন । তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০১২ সালে মারা যান । গাজীপুর নুহাশপল্লিতে তাকে দাফন করা হয়

তার কিছু উপন্যাস 



১.নন্দিত নরকে
৩.কোথাও কেও নেই
৪.বহুভৃহি
৫.হিমু