যারা ছোট গল্প পরতে ভালোবাসেন তাদের জন্য
ছোট গল্প
#এক্সের_বিয়ের_পর_যখন_কল_করে_।
বলতে গেলে আমার ফোনে অচেনা নামবারে কল আসে না।
কালকে রাত ২ টার সময় কল আসাতে আমি তো চমকে গেলাম।
দেখতে পেলেম অচেন নামবারে কল আসলো।
ফোনটা হাতে নিয়ে কল টা পিক আপ
করে আগে সালাম দিলাম।
আমিঃ আসসালামু আলাইকুম।
-- ওয়ালাইকুম আসসালাম।
--কেমন আছো?(ঠান্ডা গলায়)
আমিঃ কে আপনি?
-- আমি বলছি।
আমিঃ আমি টা কে?
-- তুমি আমার কন্ঠটাও ভূলে গেছো!!কত কথা বলেছি আমরা।
(আমি কিন্তু প্রথমে কন্ঠ শুনেই বুঝতে পেরেছি কে এটা।এটা হ্যাভেন)
ও হ্যা আপনাদের তো হ্যাভেনের সাথে পরিচয় করেই দেই নাই। হ্যাভেন হলো আমার এক্স মানে ওর সাথে আমার প্রায় ৩ বছরের সম্পর্ক ছিল।
কিন্তু আমাদের সম্পর্কটা ওর ফ্যামিলিতে মেনে নেই নাই।আর হ্যাভেনও বুঝতে পারে নাই যে ওকে জোর করে ধরে বিয়ে দেওয়া হবে।
মানে হ্যাভেন কে জোর করে ধরে বিয়ে দেয়ে হয়েছে।কিভাবে? আর কেনো?
সেগুলা জানতে পারবেন।
ওর আসল নাম জান্নাতুল আর আমি ইংরেজিতে হ্যাভেন বলে ডাকি।
আজ ওর বিয়ের প্রায় ১ বছর হয়ে গেছে আর হঠাৎ করেই ওর কণ্ঠ শুনতে পেরে আমি তো হতবাক।
চলেন তারপর কথোপকথনে যাওয়া যাক।
আমিঃ কথা বললেই কি কণ্ঠ চেনা যায়?পাসে থাকলেই কি মানুষ চেনা যায়,আর ভালোবাশি বললেই কি পাশে থাকা যায়?
হ্যাভেন ঃহুম ঠিকি বলেছো।আর তুমি আমাকে চিনতেও পেরেছো।
আমিঃ য্যকে পাগলের মত ভালোবাসতাম তাকে ভূলি কিভাবে?
হ্যাভেনঃআমার কিছু করার ছিলো না।ওই মুহূর্তে আমার বিয়ে করাটা জরুরী ছিলো।আর তুমি আমাকে তখন বিয়ে করতে পারতে না।
আমিঃহুম ঠিকি বলেছো আমি ভালোবাসতে পারতাম বিয়ে করতে পারতাম না। আজব তাই না!!
হ্যাভেনঃযাই হোক বললে না তো কেমন আছো?
আমিঃ মনে করো ডানা কাটা পাখির মত যার ইচ্ছা থাকলেও উরার ক্ষমতা নেই। জানি ভালো আছো,
পরিবারের কথায় বিয়ে করেছো সুখে থাকার জন্য।আমি তো কখনো শুখ দিতে পারতাম না।তাই নিজের শুখ খুজে বিয়ে করেছো।জানি ভালোই আছো।
হ্যাভেনঃহুম ঠিকি বলেছো।আমি ভালোই আছি(কান্না ভেজা গলায়)
এতটা ভালো আছি যা তুমি কল্পনাও করতে পারবা না।
এত রাতে কি করছো?(রাত কিন্তু তখন ২ টা বাজে)
আমিঃ বেলকনিতে বসে সিগারেট খাচ্ছি:
হ্যাভেনঃতুমি আবারো সিগারেট ধরেছো।তুমি না আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে কখনো সিগারেট ধরবেনা।এত তারাতারি ভূলে গেলে?
আমিঃ আরে পাগলি কিছুই ভূলি নাই।আমি তো শুধু ওই হাতের একটা কথা অমান্য করেছি।আর ওই হাত টা তো আমাকে একেবারের মত ছেরে গেছে।অনেক সপ্ন দেখিয়ে তা ভেংগে দিয়েছে।
হ্যাভেনঃআজ কত তারিখ তোমার মনে আছে?
আমিঃদিন তারিখ মনে রেখে কি হবে?
হ্যাভেন আমি জানি তোমার সব মনে আছে।তাই এখনো ঘুমাও নাই।
আমিঃ ঘুম (নিস্বাস ফেলে) ঘুম যার থেকে কিনতাম সে তো মারা গেছে তাই আর ঘুমাইতে হয় না।র দিন তারিখ>দিন তারিখ মনে রেখে কি হবে?
আমাকে আর দিন তারিখ মনে রাখতে হয় না।
হ্যাভেনঃআজ সেই রাতে,যে রাতে তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে,
তুমি কখনো আমাকে ছেরে যাবেনা ভুলে যাবেন।আমাকে না পেলে কখনো অন্য মেয়েকেও বিয়ে করবেনা।
আমিঃ কথা দিলেই কি তা মানতে হবে।কথা তো বেইমানেরা ভঙ্গ করে আমি।তো বেইমান না।বরং যাকে কথা দিয়েছিলাম সেই তো বেইমানি করেছে।
হ্যাভেনঃহুম আমি জানি আমি বেইমানি করেছি।কিন্তু আমার কিছু করার ছিলোনা।আমি অনেক অনেক বড় পাপ করেছি,যার জন্য তোমার থেকে ক্ষমা চাওয়ার অধিকারটাও আমার নেই।
আমিঃ পাপ হাহ পাপ তো আমি করেছি যার জন্য এত বড় সাস্তি পেতে হচ্ছে।বেচে থেকেও আজ জীবন্ত লাস।
হ্যাভেনঃআজকের কথা তুমি ভুলে যাও নাই।আমি জানি সিবি মনে আছে তোমার তাই তো এতো রাতে ঘুমাও নাই।
আমিঃআগেই তো বলেছি যার কাছ কাছ থেকে ঘুম কিনতাম সে তো মারা গেছে তাই আর ঘুমাতে হয় না।
হ্যাভেনঃহুম আমি তো মারাই গেছি।পারলে ক্ষমা করে দিও।ভালো থেকে।
আমিঃহুম ভালো তো থাকতেই হবে।
তুমি ও ভালো থেকেও।যার কাছে শুখ দেখেছো তাকে শুখি করিও।
আর হ্যা সেদিন একটা কথা বলেছি আর আজকেও বলছি।তোমাকে আমি ভালোবেসে ছিলাম আর এখনো বাসি বলেই বলছি তুমি যেখানে থাকনা কেন।সর্বদা তোমার শুখ কামনা করবো।
খোদা হাফেয
বন্ধুরা ভালো বাসলেই যে তাকে পেতে হবে এমন কোন কথা নেই।তার শুখে নিজেকে শুখি মনে করাই হলো একজন আসল প্রেমিকের প্রার্থনা।
যে যেখানে থাকি না কেন।মনের মানুষের জন্য শুখ কামনা করবো।
ভূল ত্রুটি হলে মাফ করবেন।
@RJ_Sumon_Isan
এর সাথেই থাকবেন খোদা হাফেয
0 মন্তব্যসমূহ