নাম : সৈয়দ ওয়ালীউল্লাহ্‌

জন্ম : ১৫ - ০৮ - ১৯২২

জন্ম স্থান : বাংলাদেশ

মৃত্যু : ১০ - ১০ - ১৯৭১

ভাষা : বাংলা

পেশা : লেখক

পুরস্কার : একুশে পদক



সংক্ষিপ্ত জীবনী
সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন একজন বাংলাদেশী গল্পের লেখক এবং নাট্যকার। তাঁর প্রথম উপন্যাস লালসালুর জন্য তিনি উল্লেখযোগ্য ছিলেন। তিনি বাংলা একাডেমি সাহিত্যের পুরষ্কার, আদমজী পুরস্কার, একুশে পদক এবং সেরা গল্পের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছিলেন


তার কিছু উপন্যাস